বাজিস-৬ : নওগাঁয় ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

181

বাজিস-৬
নওগাঁ- এসডিজি- কর্মশালা
নওগাঁয় ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁ, ১৪ মে, ২০১৯ (বাসস) : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ৯টা থেকে দিনব্যপী এই কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিতে প্রধান অতিথি হিসাবে কর্মশালা উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
কর্মশালার উদ্দেশ্য, পেক্ষাপট ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা বিশ্লেষন করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল হাসিব পরাগ, এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮১৯/এমকে