বাসস দেশ-৩১ : কবি সাইফুল খানের ইন্তেকালে জেপি নেতা শেখ শহীদের শোক প্রকাশ

121

বাসস দেশ-৩১
সাইফুল-জেপি-শোক
কবি সাইফুল খানের ইন্তেকালে জেপি নেতা শেখ শহীদের শোক প্রকাশ
ঢাকা, ১৪ মে, ২০১৯ (বাসস) : জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট্য সাহিত্যিক ও কবি সাইফুল ইসলাম খানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি -জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, সাহিত্য অঙ্গনে তিনি হায়াৎ সাইফ নামেই পরিচিত। তিনি বাংলাদেশের শীর্ষ কবিদের অন্যতম ছিলেন। ২১শে পদক বিজয়ী এই সাহিত্যসেবীর ইন্তেকালে এক অপূরণীয় ক্ষতি হলো।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএআর/১৮০০/কেজিএ