বাসস দেশ-২৪ : ধর্ষক-নির্যাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : ইনু

138

বাসস দেশ-২৪
ইনু-সমাবেশ
ধর্ষক-নির্যাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : ইনু
ঢাকা, ১৪ মে, ২০১৯ (বাসস) : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ধর্ষক-নির্যাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রাজনৈতিক নেতৃত্ব ও শক্তিকে ধর্ষন-নির্যাতনসহ সকল সামাজিক অনাচার-অবিচারের বিরুদ্ধে মুখ খোলার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
হাসানুল হক ইনু আজ ঢাকা মহানগর জাসদ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে একথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে নারী-ছাত্রী-শিশু নির্যাতন-ধর্ষন-হত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নির্যাতক-ধর্ষক-খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতন-ধর্ষন-হত্যার বিরুদ্ধে শূন্যসহিষ্ণু অবস্থান গ্রহণ করেছেন। যারা ধর্ষক নির্যাতক-খুনীদের সাথে হাত মিলায় তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা প্রমূখ।
বাসস/সবি/কেসি/১৭৪০/কেএমকে