বাজিস-৫ : গোপালগঞ্জে তিন দিনব্যাপী অনুসন্ধানী রিপোর্টিং কর্মশালা সমাপ্ত

120

বাজিস-৫
গোপালগঞ্জ- সাংবাদিক- প্রশিক্ষণ
গোপালগঞ্জে তিন দিনব্যাপী অনুসন্ধানী রিপোর্টিং কর্মশালা সমাপ্ত
গোপালগঞ্জ, ১৪ মে ২০১৯ (বাসস): জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
আজ মঙ্গলবার সার্কিট হাউস মিলনায়তনে প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।
সিনিয়র সহকারী সচিব মাহাবুর জামিলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা তথ্য কর্মকর্তা মঈন উদ্দিন, প্রশিক্ষক রহমান মুস্তাফিজ, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/এমকে