বাসস দেশ-১৫ : ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের অফিসে মনিটরিং জোরদারের পরামর্শ

114

বাসস দেশ-১৫
কমিটি-ভূমি
ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের অফিসে মনিটরিং জোরদারের পরামর্শ
ঢাকা, ১৪ মে, ২০১৯ (বাসস) : ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের অফিসগুলোতে মনিটরিং জোরদারের পরামর্শ দেয়া হয়েছে।
আজ সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মোঃ হাবিবর রহমান, মো. আনোয়ারুল আজীম (আনার), উম্মে ফাতেমা নাজমা বেগম এবং মোঃ আমিনুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
বৈঠকে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন সংস্থা সমূহের কার্যাবলী এবং এসডিজি বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় কৃষকদের জন্য খাজনা রশিদ সম্পর্কিত যে প্রজ্ঞাপন রয়েছে তা সংশোধনের সুপারিশ করা হয়।
সভায় উপজেলা ভিত্তিক খাস খতিয়ান জমি, রাস্তার পরিমাণ, বেদখলকৃত নদীর জমির পরিমাণ নির্ধারণ করে তালিকা তৈরির সুপারিশ করা হয়।
সভায় গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৬০০/-আসচৌ