বাসস দেশ-১২ : রাজধানীতে জালনোটসহ ৪ জন গ্রেফতার

126

বাসস দেশ-১২
ডিএমপি-গ্রেফতার
রাজধানীতে জালনোটসহ ৪ জন গ্রেফতার
ঢাকা, ১৪ মে, ২০১৯ (বাসস) : রাজধানীর শাহবাগ এলাকা থেকে জাল নোটসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ সোমবার বিকেলে শাহবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ডিএমপি’র উপ-কমিশনার (ডিসি) মিডিয়া মো: মাসুদুর রহমান আজ মঙ্গলবার বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো সংঘবদ্ধ জালনোট বিক্রি চক্রের দলনেতা হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮), মোঃ মিন্টু ব্যাপারী (৩২), মোঃ রুবেল ব্যাপারী (৩২) ও মোঃ দুলাল মিঞা (৬০)।
তাদের কাছ থেকে ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
মাসুদুর রহমান জানান, আটককৃতরা জাল নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করে আসছিল। প্রাথমিক জিঞ্জাসাবাদে তারা জাল নোট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে।
তাদেরকে শাহবাগ থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৫৪০/আরজি