বাজিস-১০
ঝালকাঠি- মাঠ দিবস
ঝালকাঠিতে লবণ সহিষ্ণু ‘বিনা ধান-১০’ এর মাঠ দিবস পালিত
ঝালকাঠি, ১৩ মে ২০১৯ (বাসস) : জেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত লবণ সহিষ্ণু ও উচ্চফলনশীল ‘বিনা ধান-১০’ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে আজ মাঠ দিবস পালন করা হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আজ সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের দেউলকাঠি গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে।
মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বরিশালে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর বাবুল আকতার। আদর্শ কৃষক মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী এনায়েত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কৃষক রিয়াজুল ইসলাম রাজু প্রমুখ।
মাঠ দিবসের অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
সংশিষ্টরা জানান, এবারে ঝালকাঠিতে স্থাপিত ‘বিনাধান-১০ এর প্রদর্শণী ক্ষেতসমূহে বাম্পার ফলন হয়েছে। হেক্টরপ্রতি সাড়ে সাত মেট্্িরকটন ফলন পাওয়া গেছে। যা অন্য জাতে পাওয়া যায় না। এছাড়া জাতটি লবণ সহিষ্ণু এবং রোগ-বালাই দমনে তেমন খরচ হয়না।
বাসস/সংবাদদাতা/২০৪০/এমকে