বাসস দেশ-৩২ : জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র

270

বাসস দেশ-৩২
মার্কিন-বিনিয়োগ
জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
ঢাকা, ১৩ মে, ২০১৯ (বাসস) : বাংলাদেশর জ্বালানি, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, এলএনজি, ড্রেজিংসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমানের সঙ্গে মার্কিন কমার্স ডিপার্টমেন্টের গ্লোবাল মার্কেট সহকারি সচিব ইয়ান স্টিফ তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান।
সাক্ষাতে ইয়ান স্টিফ বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, বাংলাদেশে নতুন বিনিয়োগ সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করছে। তিনি বলেন, জ্বালানী, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, এলএনজি, ড্রেজিংসহ বিভিন্ন খাতে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আগ্রহী।
এ সময় বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন।
সালমান বাংলাদেশ দারিদ্র বিমোচন, খাদ্য নিরাপত্তা, কৃষি ও অবকাঠামোসহ আর্থসামাজিক খাতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বলে মার্কিন সহকারি সচিবকে জানান। তিনি এ সময় বাংলাদেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বাসস/সবি/কেইউসি/এসই/২০২৫/-জেজেড