বাসস দেশ-৩১ : অভিবাসীদের সমর্থনে আইওএমের সঙ্গে চুক্তি

333

বাসস দেশ-৩১
বাংলাদেশ-আইওএম-চুক্তি
অভিবাসীদের সমর্থনে আইওএমের সঙ্গে চুক্তি
ঢাকা, ১৩ মে, ২০১৯ (বাসস) : ঋণের বোঝা নিয়ে ফেরত আসা অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ ও আইওএম-এর উপ-মিশন প্রধান শ্যারন ডিমাশে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে আইওএম ২০২১ সালের মার্চের মধ্যে দুই লাখ মার্কিন ডলার ব্যয়ে ‘বাংলাদেশ : ফেরত আসা অভিবাসীদের ঋণ মধ্যস্থতা’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করবে।
চুক্তির অধীনে আইওএম ঋণের বোঝা নিয়ে দেশে ফেরত আসা অভিবাসীদের ওপর একটি সমীক্ষা চালাবে এবং তাদের অর্থনীতির মূলধারায় আনতে প্রয়োজনীয় সহায়তা দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি কৌশল প্রণয়ন করবে।
বাসস/সবি/কেইউসি/অনু-এইচএন/আহো/১৯৪০/কেজিএ