বাসস ক্রীড়া-১৫ : পোলার্ডের জরিমানা

121

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-পোলার্ড
পোলার্ডের জরিমানা
হায়দারাবাদ, ১৩ মে, ২০১৯ (বাসস) : আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার কবলে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় কাইরন পোলার্ড। গতকাল অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স। ঐ ম্যাচের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে পোলার্ডকে।
ঐ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং ইনিংসের শেষ ওভারে আম্পায়ারের সিদ্ধান্তে অখুশী হন পোলার্ড। একটি ওয়াইড বল নিয়ে আম্পায়ারের সাথে তর্ক করেন তিনি। তাই ম্যাচ শেষে তার বিপক্ষে রিপোর্ট দেন অন-ফিল্ড আম্পায়ার। ফলে আচরণবিধি ভঙ্গ করার অপরাধে জরিমানা গুনতে হবে পোলার্ডকে।
জরিমানা গুনলেও, ফাইনালে পোলার্ডের ২৫ বলে অপরাজিত ৪১ রান মুম্বাইয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। তার ঐ রানের কল্যাণেই ৮ উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় মুম্বাই। এরপর বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ১ রানে ফাইনাল জিতে শিরোপার স্বাদ নেয় মুম্বাই।
বাসস/এএমটি/১৭২০/মোজা/নীহা