বাজিস-৪ : নাটোরে ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রম শুরু

164

বাজিস-৪
নাটোর-সংগ্রহ
নাটোরে ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রম শুরু
নাটোর, ১৩ মে, ২০১৯ (বাসস): জেলায় অভ্যন্তরীণ ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম আজ শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত গম এবং ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল-গম সংগ্রহ কার্যক্রম চলবে।
চলতি বছর ২৮ টাকা কেজি দরে দুই হাজার ৬৫৫ টন গম, ২৬ টাকা কেজি দরে দুই হাজার ১১৫ টন ধান, ৩৬ টাকা কেজি দরে ১৪ হাজার ২০৬ টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫৪০ টন আতপচাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার নাটোর এলএসডি প্রাঙ্গণে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।
বাসস/সংবাদদাতা/১৭০০/এমকে