বাজিস-২ : জয়পুরহাটে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

143

বাজিস-২
জয়পুরহাট-এসডিজি-কর্মশালা
জয়পুরহাটে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাট, ১৩ মে, ২০১৯ (বাসস) : জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আজ সোমবার অনুষ্ঠিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট’-এর ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ৩৯ টি সূচকের পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত আরেকটি সূচক চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় এসডিজি বাস্তবায়নে কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে ‘নাটোর মডেল’ উপস্থাপন করেন নাটোরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ড. মো. রাজ্জাকুল ইসলাম।
জয়পুরহাটে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও এসডিজি বিষয়ক ফোকাল পয়েন্ট কর্মকর্তা ইশরাত ফারজানার সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান, বিআইএম’র ব্যবস্থাপনা উপদেষ্টা মো. সাইদুর রহমান।
কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৬২০/এমকে