বাসস ক্রীড়া-১১ : কুটিনহোর ইনজুরির বিষয়টি নিশ্চিত করলো বার্সেলোনা

146

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইনজুরি
কুটিনহোর ইনজুরির বিষয়টি নিশ্চিত করলো বার্সেলোনা
মাদ্রিদ, ১৩ মে ২০১৯ (বাসস) : কোপা ডেল রে’র ফাইনালকে সামনে রেখে বার্সেলোনার প্রস্তুতিতে আরেকটি ধাক্কা ফিলিপ কুটিনহোর ইনজুরি । হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী অন্তত ১০দিনের জন্য কুটিনহোকে মাঠের বাইরে কাটাতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিবারপুলের বিপক্ষে কুটিনহো নিজেকে মেলে ধরতে পারেননি। গেতাফের বিপক্ষে রোববার লা লিগার ম্যাচে ভাল খেললেও দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে ক্লাবের টুইটারে জানানো হয়েছে আগামী অন্তত ১০দিন কুটিনহোকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামী ২৫ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে এখন ব্রাজিলিয়ান এই প্লেমেকারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে হাঁটুর অস্ত্রোপচারের কারণে ইতোমধ্যেই ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
বাসস/নীহা/১৬১০/মোজা/স্বব