বাসস বিদেশ-৬ : সুদানের বেসামরিক শাসন নিয়ে সোমবার নতুন করে আলোচনা

109

বাসস বিদেশ-৬
সুদান-অস্থিরতা
সুদানের বেসামরিক শাসন নিয়ে সোমবার নতুন করে আলোচনা
খার্তুম, ১৩ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : সুদানের সেনা শাসক ও বিক্ষোভকারীরা একটি বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সোমবার আলোচনায় বসতে যাচ্ছে। জেনারেল ও আন্দোলনের মুখপাত্ররা একথা জানান। খবর এএফপি’র।
শনিবার আন্দোলনকারীদের জোট অ্যালায়েন্স ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জ জানায়, অনেক দিনের অচলাবস্থার পর নতুন করে আলোচনার জন্য তাদেরকে জেনারেলরা আমন্ত্রণ জানিয়েছে।
অ্যালায়েন্সের মুখপাত্র রশিদ আল-সায়েদ বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী আজ বৈঠক হওয়ার কথা থাকলেও তা এখন পরিবর্তন করে সোমবার করা হয়েছে।’
আলোচনা কেন বাতিল করা হয়েছে সে ব্যাপারে সাইদ কোন ব্যাখা না দিলেও জোট সূত্র জানায়, নেতাদের মধ্যে আলোচনার জন্য আরো সময়ের প্রয়োজন হওয়ায় এটি বাতিল করা হয়।
রোববার রাতে ক্ষমতাসীন সামরিক পরিষদের মুখপাত্র লে: জেনারেল শামসেদ্দিন কাবাশি নতুন দফার আলোচনা সোমবার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন।
বাসস/এমএজেড/৪টা/জুনা