বাসস বিদেশ-৫ : নাইজারে তেলবাহী ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৬

194

বাসস বিদেশ-৫
নাইজার-দুর্ঘটনা
নাইজারে তেলবাহী ট্রাক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৬
নিয়ামেই, ১৩ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : নাইজারের রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। গত ৬ মে এ বিস্ফোরণ ঘটে। রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ৬০ জনের প্রাণ হারানোর খবর আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল। এদের মধ্যে ৫৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। মিয়ামেইর বিমানবন্দর থেকে কয়েকশ’ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিহতদের অধিকাংশই গাড়ি দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করছিল। এই ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়।
নিরাপত্তা কর্মকর্তা হামানি আব্দুল আজিজ এর আগে সতর্ক করেন যে বেশ কয়েকজন মারাত্মকভাবে পুড়ে গেছে। তাই মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে।
ট্রাকের চালক তদন্ত কর্মকর্তাদের বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ট্রাকটি থামানোর চেষ্টা করলে এটি রেলপথের উপর উল্টে যায়। এরপর মানুষ গাড়ির ফুটো থেকে বের হওয়া পেট্রোল সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন মোটরসাইকেল আরোহী তার ক্যান পেট্রোল পূর্ণ করে মোটরসাইকেলটির স্টার্ট করার সময় এই প্রচ- বিস্ফোরণ ঘটে।
৫০ হাজার লিটার জ্বালানীর এই বিস্ফোরণে বিমানবন্দরের কাছে বেশ কয়েকটি মোটরসাইকেল ও ট্রাকের ধ্বংসাবশেষ পুড়তে থাকে। আশপাশের বাড়িঘর আগুনে পুড়ে যায় এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় নিহতদের স্মরণে নাইজারে বুধবার থেকে শুক্রবার তিন দিনব্যাপী জাতীয় শোক পালন করা হয়।
বাসস/কেএআর/৩-৪০/জুনা