বাসস বিদেশ-৪ : সংযুক্ত আরব আমিরাতের কাছে ‘নাশকতামূলক হামলার’ কবলে ২টি সৌদি ট্যাংকার

159

বাসস বিদেশ-৪
সংযুক্ত আরব আমিরাত-সৌদি আরব
সংযুক্ত আরব আমিরাতের কাছে ‘নাশকতামূলক হামলার’ কবলে ২টি সৌদি ট্যাংকার
রিয়াদ, ১৩ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দুটি সৌদি তেলবাহী জাহাজে ‘নাশকতামূলক হামলা’ চালানো হয়। সোমবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ’র বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
খালিদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল ফুজাইরাহ’র উপকুলে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে নাশকতামূলক হামলা চালানো হয়। এ সময় জাহাজ দুটি অ্যারাবিয়ান উপসাগর পাড়ি দিচ্ছিল।’
সংযুক্ত আরব আমিরাত জানায়, ফুজাইয়ার’র অদূরে বিভিন্ন দেশের চারটি বাণিজ্যিক জাহাজ নাশকতামূলক এই হামলার শিকার হয়।
বাসস/কেএআর/১৩৩৫/-জুনা