বাসস বিদেশ-৮ : শ্রীলংকায় বোমা হামলার পর ক্যাথলিকদের প্রথম রোববারের প্রার্থনা

153

বাসস বিদেশ-৮
শ্রীলংকা-চার্চ
শ্রীলংকায় বোমা হামলার পর ক্যাথলিকদের প্রথম রোববারের প্রার্থনা
কলম্বো, ১২ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : শ্রীলংকায় বোমা বিস্ফোরণে অন্তত ২৫৮ জন নিহত নিহত হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্যে হাজার হাজার ক্যাথলিক প্রথম রোববার প্রার্থনা সভায় যোগ দিয়েছে। ইস্টার সানডে পালনকালে বোমা হামলার পর এ প্রথম তারা চার্চে প্রার্থনা সভায় জমায়েত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে রোববারের এ প্রার্থনা সভাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রার্থনার সময়ে কলম্বোর সেন্ট থেরেসা’স চার্চ স্বয়ংক্রিয় বন্দুকধারী সৈন্যরা পাহারা দেয়। এছাড়া কড়া নিরাপত্তার অংশ হিসেবে চার্চের ভেতর কোনো গাড়ি প্রবেশ করতে দেয়া হয়নি। ফলে চার্চের পার্কিং স্পট ছিল একেবারে ফাঁকা।
গত ২১ এপ্রিল দেশটির তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়। সরকার এ হামলার জন্যে স্থানীয় জিহাদীদের দায়ী করেছে।
এ হামলার পর চার্চগুলোর স্বাভাবিক কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়। কিন্তু কলম্বো কার্ডিনালের আর্চবিশপ ম্যালকম রাজনাথ বৃহস্পতিবার এক ঘোষণায় রোববার তার এখতিয়ারভুক্ত এলাকায় প্রার্থণা আয়োজনের ঘোষণা দেন।
বাসস/জুনা/১৮৫১/আরজি