হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

185

হবিগঞ্জ, ১২ মে, ২০১৯ (বাসস) : জেলার মাধবপুর পৌরএলাকায় সোনাই নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে মাধবপুর উপজেলা প্রশাসন।
রবিবার সকাল ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র নেতৃত্বে বুলডোজার এবং এক্সাভেটর দিয়ে এই উচ্ছেদ পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে আজ রোববার সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। সোনাই নদীর তীরে ও বাজারে সরকারী জমিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছিল তাদের স্থাপনা সরিয়ে ফেলার জন্য, অনেকেই সেই নির্দেশ মেনেছেন।
তিনি আরও জানান, মাধবপুর পৌরশহরে সোনাই নদীর দু’পাড়ের জায়গা দখল করে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে- উল্লেখ করে তিনি আরও জানান, বাজারের ভেতরে সরকারি জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ করা হবে।