বাজিস-৪ : ঝিনাইদহের কালীগঞ্জে চারটি রেস্টুরেন্টকে জরিমানা

151

বাজিস-৪
ঝিনাইদহ-জরিমানা-অভিযান
ঝিনাইদহের কালীগঞ্জে চারটি রেস্টুরেন্টকে জরিমানা
ঝিনাইদহ, ১২ মে, ২০১৯ (বাসস) : ক্রেতাদের কমদেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় জেলার কালীগঞ্জ উপজেলায় চারটি হোটেলকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন-এর নেতৃত্বে পৌরএলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ দুপুরে শহরের প্রধান সড়কে বাসষ্ট্যান্ডের কয়েকটি মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি বাদেই কাগজের খালি বাক্সের ওজন ১৭৫ গ্রাম দেখা যায়। এতে ক্রেতাদের ওজনে কম দেওয়ায় অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ি, মদিনা হোটেলকে ৫ হাজার টাকা, রায় সুইটকে ৮ হাজার টাকা, আল্লাহরদান রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা ও হোটেল ধানসিঁড়িকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা এবং স্থানীয় পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭০৫/এমকে