বাসস দেশ-১৫ : এক সপ্তাহের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে : মন্নুজান সুফিয়ান

148

বাসস দেশ-১৫
পাটকল-শ্রমিক-বকেয়া
এক সপ্তাহের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে : মন্নুজান সুফিয়ান
খুলনা, ১২ মে, ২০১৯ (বাসস) : আগামী এক সপ্তাহের মধ্যে রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের আশ^াস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়াত্ত্ব পাটকল শ্রমিকদের মজুরী সরকার প্রায় দশ গুণ বৃদ্ধি করেছে, যা বেসরকারি পাটকলগুলোর চেয়েও অনেক বেশি। তারপরও কিছু অসাধু শ্রমিকনেতা উষ্কানি দিয়ে শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা করছে। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে চলমান সংকটের সমাধান করা হবে।’
আজ খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাটকল শ্রমিক অসন্তোষ, পরিবহণে চাঁদাবাজি, ফিটনেসবিহীন যানবাহন, খাদ্যদ্রব্যে ভেজাল, ট্রাফিক নিয়ন্ত্রণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/জেডএইচ/এমএসএইচ/১৬৪৭/আরজি