বাসস বিদেশ-৭ : ‘রাজনৈতিক পরিপক্কতা’ দেখাতে ইরানের প্রতি ফরাসী পররাষ্ট্র মন্ত্রীর আহ্বান

143

বাসস বিদেশ-৭
ফ্রান্স-ইরান-পরমাণু
‘রাজনৈতিক পরিপক্কতা’ দেখাতে ইরানের প্রতি ফরাসী পররাষ্ট্র মন্ত্রীর আহ্বান
প্যারিস, ১২ মে, ২০১৯ (বাসস ডেস্ক) : ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-ইভস লি দ্রিয়ান ইরানের পরমাণু কার্যক্রম ফের শুরু করার হুমকিকে ‘খারাপ প্রতিক্রিয়া’ হিসেবে অভিহিত করে তাদেরকে ‘রাজনৈতিক পরিপক্কতা’ দেখানোর আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
২০১৫ সালে ভিয়েনায় স্বাক্ষরিত পরমাণু চুক্তির কথা উল্লেখ করে লি প্যারিজিয়েনের অনলাইনে প্রকাশিত এক সাক্ষাতকারে লি দ্রিয়ান বলেন, ‘ভিয়েনা চুক্তি থেকে বেরিয়ে গিয়ে অবরোধ আরোপের যুক্তরাষ্ট্রের একটি খারাপ সিদ্ধান্ত মোকাবেলায় ইরানও খারাপ প্রতিক্রিয়া দেখিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটা দু:খের বিষয় যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা পরমাণু চুক্তির ব্যাপারে তাদের দেয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাতে না পারলেও ইরানকে অবশ্যই এ ব্যাপারে রাজনৈতিক পরিপক্কতা দেখাতে হবে।’
এ মাসের গোড়ার দিকে ইরান ঘোষণা দেয়, তারা ২০১৫ সালের যুগান্তকারী পরমাণু চুক্তির আওতায় তাদের পরমাণু কর্মসূচির ব্যাপারে দেয়া কিছু প্রতিশ্রুতি স্থগিত রাখবে।
পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার এক বছর পর তারা এমন ঘোষণা দেয়।
বাসস/এমএজেড/৪-১৫/জুনা