বাসস দেশ-২৪ : বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

563

বাসস দেশ-২৪
এসএসসি-সংবর্ধনা
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
ঢাকা, ১১ মে, ২০১৯ (বাসস) : রাজধানীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আজ শনিবার এক সংবর্ধনা দেয়া হয়েছে।
কলেজ মিলনায়তনে শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কলেজটির অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ উপাধ্যক্ষ, সহকারি প্রধান শিক্ষক ও শিফট ইনচার্জদের সঙ্গে নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যাজ পরিয়ে দেন।
পরে প্রতিষ্ঠান চত্বরে কৃতীদের সাথে শিক্ষকরা ফটোসেশনে অংশ নেন।
বর্ডার গার্ড বাংলাদেশে’র সদর দপ্তর পিলখায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এ বছর ৬৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬২৮ জন উত্তীর্ণ হয় এবং ২১৩ জন জিপিএ-৫ পায়। পাশের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ।
বাসস/সবি/এমএন/২০১৮/-জেজেড