লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে হরিণ উদ্ধার

349

লক্ষ্মীপুর, ১১ মে, ২০১৯ (বাসস) : জেলার রামগতি উপজেলায় মেঘনা নদীতে ভেসে আসা একটি অসুস্থ হরিণ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার আলেকজান্ডার এলাকার নদী থেকে হরিণটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নদীতে হরিণটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। অসুস্থাবস্থায় নদী থেকে প্রাপ্তবয়স্ক হরিণটিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের পশু চিকিৎসককে ডেকে হরিণটিকে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা ধারণা করছেন, নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ থেকে হরিণটি নদীর ¯্রােতে ভেসে এসেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক বলেন, ‘খবর পেয়ে ভেসে আসা হরিণটি উদ্ধার করা হয়। চিকিৎসা শেষে হরিণটিকে উপজেলা বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’