বাসস দেশ-১২ : এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ

198

বাসস দেশ-১২
এসডিজি-তামাক
এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ
ঢাকা, ১১ মে, ২০১৯ (বাসস) : ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুদের রক্ষা করতে আইনের সঠিক বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করে তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর ২০৪০ সালে তামাকমুক্ত করতে এসডিজির ২০৩০ এর লক্ষ্য বাস্তবায়নে জোর দিতে হবে।
ঢাকার শ্যামলীতে অবস্থিত ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সভা কক্ষে আজ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আলোচ্য বিষয় উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন , ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব এন্ড গবেষণা এর প্রধান অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী, ভয়েস এর হেড অব প্রোগ্রাম আজমল হোসেন, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্স এর গ্রান্ডস ম্যানেজার আবদুস সালাম মিঞাঁ, নাটাবের নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিন, নাগরিক টেলিভিশনের চিফ রির্পোটার শাহনাজ শারমিন, জাতীয় তামাক বিরোধী প্লাটফর্মের সমন্বয়কারী ডা. মাহফুজুর রহমান ভূঞাঁ প্রমুখ।
বাসস/সবি/কেসি/১৭১৫/এএএ