হবিগঞ্জে দু’দিনব্যাপী ই-ফাইলিং প্রশিক্ষণ সমাপ্ত

462

হবিগঞ্জ, ১১ মে, ২০১৯ (বাসস) : ফাইলিং ব্যবস্থা সহজিকরণ এবং দ্রুত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে হবিগঞ্জে দুই দিনব্যাপী ই-ফাইলিং প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
প্রধান কার্যালয়ের ‘এ টু আই’ কার্যক্রমের সহায়তায় জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। জেলা পর্যায়ে আটটি দপ্তরের পঞ্চাশজন কর্মকর্তা-কর্মচারিকে নিয়ে দু’টি ব্যাচে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়
আজ শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। গতকাল শুক্রবার এই প্রশিক্ষণ শুরু হয়েছিল।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এবং ‘এ টু আই’ থেকে আগাত প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূরুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা খাতুন।