দিনাজপুরে পিকআপের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

209

দিনাজপুর, ১১ মে, ২০১৯ (বাসস): জেলার কাহারোল উপজেলায় দিনাজপুর-পঞ্চগড় সড়কের রামপুর বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় ১ বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
দিনাজপুর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর ১২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুর বাজারে একটি ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল চালক সাকিব হোসেন (২১) ঘটনাস্থলে নিহত হন। নিহত সাকিব হোসেন কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ধিপিকুড়া গ্রামের আসাদুল হোসেনের পুত্র।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, আজ শনিবার দুপুর ১২টায় সাকিব হোসেন বাইসাইকেল যোগে বাড়ি থেকে রামপুর বাজারে যাওয়ার পথে স্পিড ব্রেকারের কাছে পিছন দিক থেকে ১টি পিক-আপ ধাক্কা দিলে সাকিব রাস্তায় পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, স্থানীয়রা ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে। এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।