বাসস ক্রীড়া-৭ : অবসরের ঘোষনা দিলেন ব্রাইটন অধিনায়ক ব্রুনো

133

বাসস ক্রীড়া-৭
ফুটবল-অবসর
অবসরের ঘোষনা দিলেন ব্রাইটন অধিনায়ক ব্রুনো
লন্ডন, ১১ মে ২০১৯ (বাসস) : ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোববার প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচের পরেই পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের ঘোষনা দিয়েছেন ব্রাইটন ও হোভ আলবিয়নের অধিনায়ক ব্রুনো।
৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার ভ্যালেন্সিয়া থেকে ২০১২ সালে যোগ দেবার পর ব্রাইটনের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে এবারের মৌসুমে ১৩টি মৌসুমে তিনি মূল একাদশে খেলেছেন। ২০১৭ সালে চ্যাম্পিয়নশীপ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া ব্রাইটন দলটিতে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। রোববার সিটির বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে ব্রুনোর ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে সিটি কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন এস্পানেয়লের সাবেক এই ডিফেন্ডারকে তিনি বার্সেলোনায় নিতে চেয়েছিলেন। ২০০৯ সালের ঐ সময়ে আলমেরিয়া থেকে ব্রুনো ভ্যালেন্সিয়ায় যোগ দিয়েছিলেন। সিটি বস বলেন, ‘আমি যখন বার্সেলোনায় ছিলাম ব্রুনো তখন আলমেরিয়ায় খেলে। আমরা তাকে দলে নিতে চেয়েছিলাম। ইংল্যান্ডে তার দুর্দান্ত ক্যারিয়ার রয়েছে। ৩৮ বছর বয়সেও সে দারুন ফিট। দারুন এক পেশাদারী মনোভাব নিয়েই সে অবসরে যাচ্ছে। আশা করছি কাল একটি ভাল ম্যাচ হবে। তার অসাধারন ক্যারিয়ারের জন্য আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।’
বাসস/নীহা/১৪১০/এএমটি