বাসস দেশ-১৪ : সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

297

বাসস দেশ-১৪
অফিসার্স- ফোরাম- ইফতার
সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১০ মে, ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এখানকার উন্নয়নে সরকার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন চূড়ান্ত করেছে। যার মাধ্যমে অবহেলিত গাজীপুরের উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে।
আজ বিকেলে রাজধানীর সেগুন বাগিচাস্থ গণপূর্ত ভবনে গাজীপুর অফিসার্স ফোরাম- ঢাকা’র উদ্যোগে আয়োজিত এক ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর অফিসার্স ফোরাম- ঢাকা’র সভাপতি আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন, রুমানা আলী এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
ইফতার মাহফিলে গাজীপুর অফিসার্স ফোরাম- ঢাকা’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিয়া, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহামাম্মদ আজহারুল হক, সাবেক সচিব এম,নিয়াজ উদ্দিন মিয়া, প্রকৌশলী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আ.ক.ম মোজাম্মেল হক বলেন, প্রশাসনের সর্বস্তরে সততা ও নিষ্ঠার সাথে গাজীপুর ফোরামের সদস্যরা দেশ সেবায় বিশেষ অবদান রাখছেন। গাজীপুরের উন্নয়নে সবাইকে আরো বেশি সজাগ ও সচেতন হতে তিনি সবার প্রতি আহবান জানান।
বাসস/এমএআর/২০৩৮/কেজিএ