বাসস ক্রীড়া-৬ : কোপা দেল রের ফাইনাল ও কোপা আমেরিকায় অনিশ্চিত সুয়ারেজ

143

বাসস ক্রীড়া-৬
ফুটবল-সুয়ারেজ-বার্সেলোনা
কোপা দেল রের ফাইনাল ও কোপা আমেরিকায় অনিশ্চিত সুয়ারেজ
মাদ্রিদ, ১০ মে ২০১৯ (বাসস/এএফপি) : হাঁটুর অস্ত্রোপচারের কারণে দলের তারকা খেলোয়াড় তারকা লুইস সুয়ারেজকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে- বার্সেলোনার পক্ষ থেকে আজ শুক্রবার এ কথা জানানো হয়েছে।
যে কারণে আগামী ২৫ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে বার্সার হয়ে মাঠে নামতে পারছেন না এ এই উরুগুয়ে তারকা। অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে ওঠার পর তাকে ফিটনেসের জন্য লড়াই করতে হবে, যে কারণে পরের মাসে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায়ও উরুগুয়ের হয়ে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
কোপা আমেরিকায় ১৬ জুন উরুগুয়ে প্রথম ম্যাচে লড়বে ইকুয়েডরের বিপক্ষে। অস্ত্রোপাচারের একেবারে ৫ সপ্তাহের মাথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত রাতে (বৃহস্পতিবার) সুয়ারেজের ডান পায়ের হাঁটুতে আরথ্রস্কপি করানো হয়েছে। পেশির অভ্যন্তরীণ ইনজুরির কারণেই এমনটি করা হয়েছে। এ কারণে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত তাকে খেলার বাইরে থাকতে হবে।’
তবে কোপা আমেরিকায় উরুগুয়ের জাতীয় দলের হয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলার জোড়ালো সম্ভাবনা রয়েছে সুয়ারেজের। আগামী ২০ জুন জাপানের এবং ২৪ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির মোকাবেলা করবে উরুগুয়ে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২১/স্বব