বাসস দেশ-৪ : কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এক সদস্য গ্রেফতার

155

বাসস দেশ-৪
কেরানীগঞ্জ-গ্রেফতার
কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এক সদস্য গ্রেফতার
ঢাকা, ১০ মে, ২০১৯ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্য রিয়াজ উদ্দিন সেপাই (৩৫) কে গ্রেফতার করেছে এন্টি টেররইজম ইউনিট বারিধারার সদস্যরা।
আজ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলায় ১০দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার মডেল থানার পূর্ব চড়াইল ক্লাবরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিয়াজ উদ্দিন সেপাই পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার কাওলা জমিদার বাড়ির মৃত আলাউদ্দিনের ছেলে। সে মডেল থানার পূর্ব চড়াইল ক্লাবরোডে হাজী আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থাকতো। গ্রেফতারকৃত সেপাইয়ের কাছ থেকে বিপুল পরিমাণ রাজনৈতিকদল ও সরকার বিরোধী লিফলেট, একটি ল্যাপটপ, ২টি মোবাইলে সেট ও ২টি চাকু উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন সেপাই ও তার দুই সহযোগী শহিদ ও রাজুসহ ৪/৫জন দীর্ঘদিন যাবত গোলাম বাজার এলাকায় বর্তমান সরকার,রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের বিরুদ্ধে এবং খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে জনগণের কাছে লিফলেট বিতরণ করে আসছিল।
এ ব্যাপারে এন্টি টেরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করে।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৬৪৫/-জেজেড