বাজিস-১ : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

222

বাজিস-১
কুষ্টিয়া-সড়ক দুর্ঘটনা
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২
কুষ্টিয়া, ১০ মে ২০১৯ (বাসস) : জেলার দৌলতপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় ও দুপুরে উপজেলার শেহালা মাদ্রাসার সামনে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শুক্রবার দুপুর দেড়টারদিকে কিশোরি উষা (১৪) তার চাচার মোটরসাইকেলের পেছন চড়ে যাচ্ছিল। শেহালা মাদ্রাসার কাছে মোটরসাইকেলটি একটি স্যালোইজ্ঞিন চালিত ষ্টিয়ারিংকে ওভারটেক করতে গেলে ধাক্কা খেয়ে উষা ছিটকে পড়ে। এসময় স্যালোইজ্ঞিন চালিত ষ্টিয়ারিং তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত উষা (১৪) দৌলতপুর উপজেলা মথুরাপুর এলাকার আবদুল্লাহর মেয়ে।
অপরদিকে, দৌলতপুরের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় স্যালোইঞ্জিন চালিত ষ্টিয়ারিং-এর চাপায় জহুরা খাতুন (৪০) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতপুর-মিরপুর সড়কের ঝাউদিয়া চুনিয়ামোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চুনিয়া মোড় গ্রামের মান্নু সর্দারের স্ত্রী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুর রহমান জানান, আজ সকালে চুনিয়া মোড় এলাকার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার পুকুর খননের মাটি ইটভাটায় নেয়ার সময় শ্যালোইঞ্জিন চালিত ষ্টিয়ারিং গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে জহরা খাতুন নামে এক পথচারি ষ্টিয়ারিংয়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাসস/সংবাদদাতা/১৬৩৭/এমকে