বাসস দেশ-৩০ : অস্ত্র মামলায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ১৪ বছর জেল

319

বাসস দেশ-৩০
অস্ত্র-মামলা- জেল
অস্ত্র মামলায় পেকুয়া উপজেলা চেয়ারম্যানের ১৪ বছর জেল
কক্সবাজার, ৯ মে, ২০১৯ (বাসস) : অস্ত্র মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে ১৪ বছরের জেল দিয়েছে আদালত। এছাড়া মামলার তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।
আজ দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খোন্দকার হাসান মোহাম্মদ ফিরোজ এ রায় ঘোষণা করেন।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালে বসতবাড়ী থেকে অস্ত্রসহ আটক হন জাহাঙ্গীর। ওই মামলায় (যার নং ১৫৮/১৭) দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। আদেশের পর পরই আসামী জাহাঙ্গীরকে কারাগারে প্রেরণ করা হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উলে¬খ্য যে, গত ২৪ মার্চ অনুষ্ঠিত পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন জাহাঙ্গীর আলম। তিনি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৫০/এএএ