বাসস দেশ-২৯ : চট্টগ্রামে টাকা পরিবহনে নিরাপত্তা দেবে পুলিশ

280

বাসস দেশ-২৯
টাকা পরিবহন-নিরাপত্তা
চট্টগ্রামে টাকা পরিবহনে নিরাপত্তা দেবে পুলিশ
চট্টগ্রাম, ৯ মে, ২০১৯ (বাসস) : ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে নগদ টাকা পরিবহনকালে অনেক সময় দুষ্কৃতকারীদের কবলে পড়তে হয়। এ জন্য টাকা পরিবহনে এসকর্ট সেবা দিচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ জন্য সংশ্লিষ্ট থানার ওসি এবং পুলিশের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বড় অঙ্কের টাকা পরিবহনে কেউ প্রয়োজন মনে করলে পুলিশ এসকর্ট সেবা গ্রহণ করতে পারেন।
এ জন্য সহায়তা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ নিয়ন্ত্রণকক্ষের ০৩১-৬৩৯০২২, ০৩১-৬৩০৩৫২, ০৩১-৬৩০৩৭৫, ০১৬৭৬-১২৩৪৫৬, ০১৯৮০-৫০৫০৫০, ০১৬৭৯-১২৩৪৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স) ০১৭১৩-৩৭৩২৪৬ এ সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারকে ফোন করার পরামর্শ দেয়া হয়েছে।
বাসস/জিই/এসকেবি/কেসি/১৯৪৫/এইচএন