নেশন্স লিগে পর্তুগাল দলে ফিরছেন রোনাল্ডো

174

পোর্তো, ৯ মে ২০১৯ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের ফাইনালকে সামনে রেখে পর্তুগাল জাতীয় দলে ফিরে আসছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্দো সান্তোস এই তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালে এই সান্তোসের অধীনেই পতুগাল ইউরো চ্যাম্পিয়নশীপ জয় করেছিল। এটাই ছিল পর্তুগালের প্রথম বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জয়। আসন্ন নেশন্স লিগের ফাইনালকে সামনে রেখে সান্তোস বলেছেন, ‘আগামী ২৩ মে চূড়ান্ত দল ঘোষণা করা হবে, অবশ্যই এই দলে ফিরছেন সিআর সেভেন। গ্রুপ পর্বে তার বাদ পড়ার বিষয়টা ইতোমধ্যেই ব্যাখ্যা দেয়া হয়েছে এবং এর কারনও সকলেই বুঝতে পেরেছে।’
আগামী ৫ জুন নেশন্স লিগের সেমিফাইনালে পর্তুগাল সুইজারল্যান্ডের মোকাবেলা করবে। এই ম্যাচে জিততে পারলে তিন বছরের মধ্যে আরো একটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জণ করবে পুর্তগীজরা। লিগের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ড।
ইতালি ও পোল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের গ্রুপ পর্বে ৩৪ বছর বয়সী রোনাল্ডো অংশ নেননি। তবে ইউক্রেন ও সার্বিয়ার বিপক্ষে বছরের শুরুতে ইউরো ২০২০ বাছাইপর্বে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন।
জুভেন্টাসের এই ফরোয়ার্ড পর্তুগালের জার্সি গায়ে ১৫৬ ম্যাচে ৮৫ গোল করেছেন।