যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস সংক্রান্ত বিষয়ে রিভিউ শুনানি শুরু

205

ঢাকা, ৯ মে, ২০১৯ (বাসস) : যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস আপিল বিভাগের দেয়া এ সিদ্ধান্তের বিষয়ে আনা রিভিউ শুনানি আজ শুরু হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্ব আপিল বিভাগে আজ এ শুনানি শুরু হয়।
এর আগে চার জন বিশিষ্ট আইনজীবীকে বিষয়টি নিয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়। আইনজীবীরা হলেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ,আবদুর রেজাক খানও এএম আমিন উদ্দিন। আগামী ১৬ মে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। অ্যামিকাস কিউরিগন ওইদিন তাদের মতামত দেবেন।
আজ রিভিউ-এর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস নাকি নির্দিষ্ট মেয়াদ কারাবাস তার সুরাহা হবে। মামলায় এ লক্ষ্যে মতামত নিতে চার বিশিষ্ট আইনজীবীকে এমিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত বিষয়টি নিয়ে যে সিদ্ধান্ত দেবেন তা এ সংক্রান্ত সকল ক্ষেত্রেই প্রয়োজ্য হবে বলে মনে করেন তিনি।
সাভারের এক হত্যা মামলার আপিলের রায়ের সময় যাবজ্জীবন কারাদন্ড মানে আমৃত্যু কারাবাস (ন্যাচারাল লাইফ) বলে আপিল বিভাগের দেয়া রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়। ২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ২০০৩ সালে দুই আসামীকে মৃত্যুদন্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আপিলের পর হাইকোর্টে বিচারিক আদালতের দন্ড বহাল থাকে।
২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আসামিদের মৃত্যুদন্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেয় সর্বোচ্চ আদালত। রায় ঘোষণার সময় আপিল বিভাগ যাবজ্জীবন কারাদন্ড মানে আমৃত্যু কারাবাস এমন মন্তব্য করেন বলে জানান আসামী পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
পরে বিষয়টি নিয়ে রিভিউ দায়ের করা হয়। রিভিউ শুনানির জন্য উত্থাপিত হলে বিষয়টি নিয়ে আইনি মতামত দিতে এমিকাস কিউরি নিয়োগ দেয়া হয়।