গুয়াতেমালায় অগ্ন্যুৎপাতের ঘটনায় জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীদের অভিযান

373
Firefighters are seen at an area affected by the eruption of the Fuego volcano at San Miguel Los Lotes in Escuintla, Guatemala June 11, 2018. REUTERS/Jose Cabezas

সান মিগুয়েল লস লোটেস (গুয়াতেমালা), ১২ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে এক সপ্তাহের বেশী সময় ধরে চলা ভয়াবহ অগ্ন্যুৎপাতে ঘটনায় সোমবার জীবিতদের উদ্ধারে অনেক বেসামরিক প্রতিরক্ষা সদস্য ও উদ্ধার কর্মীরা অভিযান শুরু করেছে। তবে সেখানে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ।
পার্বত্য কৃষি প্রধান গ্রাম সান মিগুয়েল লস লোটেসে উদ্ধারকর্মীরা নিখোঁজ প্রায় ২শ’ জন মানুষের দেহাবশেষের জন্য ছাইয়ের ভেতরে তল্লাশি চালাচ্ছে। এক সপ্তাহ আগে শুরু হওয়া লাভা¯্রােতে গ্রামটি গলিত পাথরে ঢেকে গেছে। এখনো সেখান থেকে ধোঁয়া উড়ছে। খবর এএফপি’র।
উদ্ধারকর্মীরা গতরাতে তাদের উদ্ধার কাজের ইতি টেনেছিল। কিন্তু নিখোঁজদের আত্মীয় স্বজনদের চাপে তারা শেষবারের মতো তল্লাশী চালাচ্ছে।