বগুড়ায় ৯১ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন

204

বগুড়া, ৮ মে ২০১৯ (বাসস): জেলায় ৯১ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এবার সিদ্ধ চাল নেয়া হবে ৩৬ টাকা কেজি দরে, ধান ২৬ টাকা কেজি দরে এবং আতপ চাল নেয়া হবে ৩৫ টাকা কেজি দরে।
সরকারি নিয়ম অনুসারে, এই ধান ক্রয় করা হবে সরাসরি কৃষকের কাছ থেকে এবং চাল কেনা হবে চুক্তিবদ্ধ মিল মালিকের কাছ থেকে। চুক্তিবদ্ধ ২ হাজার ১৫০ জন মিল মালিক সিদ্ধ চাল সরবরাহ করবে।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, তিনমাস ব্যাপি এই সংগ্রহ অভিযান চলতি মে মাসের ১৪ তারিখে শুরু হবে।
এ বছর সিদ্ধ চাল সংগ্রহ করা হবে ৭৮ হাজার ৩৫৪ মেট্রিক টন। এছাড়াও ৫ হাজার ৫৮৬ মেট্রিক টন ও আতপ চাল ৭ হাজার ৪৬ টন ধান সংগ্রহ করা হবে।
বগুড়া জেলার ২৩ টি স্থানীয় খাদ্য গুদাম (এলএসডি) এবং ১টি কেন্দ্রীয় সংরক্ষণগারের (সিএসডি) মোট ধারণক্ষমতা ১ লাখ ২২ হাজার মেট্রিক টন।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম বলেন, ‘জেলায় ধান-চাল কেনা হবে আগস্ট পর্যন্ত। সংগ্রহ অভিযান চলাকালে কোন নি¤œমানের ধান ও চাল কেনা হবে না। এ বিষয়ে কর্মকর্তাদের বিশেষ বার্তা দেয়া হয়েছে।’