নোয়াখালীর চাটখিলে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

161

নোয়াখালী, ৮ মে, ২০১৯ (বাসস) : জেলার চাটখিল উপজেলার সোনাপুর-রামগঞ্জ সড়কের ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল পৌঁনে ১০টার এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুরের লেদু মিয়ার পুত্র জাফর আহম্মদ (৪০) ও সোনাইমুড়ি উপজেলার নাওতলা গ্রামের জহিরুল ইসলামের পুত্র নূরুল আলম (৩৫)। অপর অজ্ঞাত নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, নোয়াখালীর সোনাপুর থেকে জননী সার্ভিসের যাত্রিবাহী একটি বাস লক্ষ্মীপুরের রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। চাটখিল বাজার পার হয়ে ১১নং মুন্সির রাস্তার মাথা এলাকায় পৌঁছালে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে তিন যাত্রি নিহত হয়েছেন।
তিনি আরো জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।