বাসস দেশ-২৪ : ভারতীয় হাইকমিশনারের কুমিল্লার বিবির বাজার ও ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন

189

বাসস দেশ-২৪
ভারতীয় হাইকমিশনার-কুমিল্লা
ভারতীয় হাইকমিশনারের কুমিল্লার বিবির বাজার ও ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দর পরিদর্শন
কুমিল্লা, ৮ মে, ২০১৯ (বাসস) : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস আজ বুধবার কুমিল্লায় বিবির বাজার স্থল বন্দর পরিদর্শন করেন।
তিনি বিবির বাজার স্থল বন্দর পরিদর্শন শেষে ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর স্থলবন্দরও পরিদর্শন করেন।
রিভা গাঙ্গুলি দাস সকালে ঢাকা হতে সড়ক পথে কুমিল্লায় বিবির বাজার স্থল বন্দরে পৌঁছালে স্থানীয় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং বিজিবি ১০ ব্যাটালিয়ানের কমান্ডার মো. মাইন উদ্দিন তাঁকে স্বাগত জানান। পুলিশের একটি চৌকস দল ভারতীয় হাই কমিশনাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ভারতীয় হাই কমিশনার সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে ভারতীয় হাই কমিশনার ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীমন্তপুর স্থল বন্দর পরিদর্শনে যান।
তিনি শ্রীমন্তপুর স্থল বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে কিছু সময় কাটান একং আমদানি-রপ্তানির সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। সেখান থেকে বাংলাদেশের বিবির বাজার স্থল বন্দরে ফিরে ভারতীয় হাইকমিশনার ঢাকার উদ্দেশে রওনা হন।
ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (কর্মাশিয়াল) অমরীশ কুমার (এপিডব্লিউও) এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৭৩০/কেজিএ