বাসস দেশ-২২ : বরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১০তম মৃত্যুবার্ষিকী কর্মসূচি

136

বাসস দেশ-২২
ড. ওয়াজেদ-কর্মসূচি
বরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১০তম মৃত্যুবার্ষিকী কর্মসূচি
পীরগঞ্জ, রংপুর, ৮ মে, ২০১৯ (বাসস) : বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার পীরগঞ্জের বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মহাজোট, ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক, পেশাজীবি সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ লালদীঘির ফতেহপুরে জয়সদনে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দিবসের কর্মসূচির শুরু করবেন বলে জানান প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। ওই দিন বাদ আছর ফতেপুরের জয়সদন প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ওই বিজ্ঞানী ১৯৪২ সালের ১৬ ফ্রেরুয়ারী লালদিঘীর ফতেহপুরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৯ মে ইন্তেকাল করেন। বঙ্গবন্ধুর জামাতা ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি তাঁর মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। ওয়াজেদ মিয়া তাঁর কর্মের জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। পিতা মরহুম আব্দুল কাদের মিয়া ও মাতা মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ।
মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
বাসস/সংবাদদাতা/১৭২৫/আরজি