সুবীর নন্দী গানের মধ্য দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন : তথ্যমন্ত্রী

286

ঢাকা, ৮ মে, ২০১৯ (বাসস) : তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী গানের মধ্যদিয়েই এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।’
দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর অন্তিম যাত্রায় শ্রদ্ধা নিবেদন করে তথ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সুবীর নন্দীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
তথ্যমন্ত্রী এসময় আরও বলেন, ‘কালজয়ী সঙ্গীতশিল্পী সুবীর নন্দী দীর্ঘ অর্ধশত বছরের সঙ্গীত জীবনে আড়াই হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্রেও অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গুণীশিল্পী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একুশে পদক পেয়েছেন।’
মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন সুবীর নন্দী। মরদেহ বুধবার সকালে দেশে এসে পৌঁছে। গ্রিন রোডের বাসায়, ঢাকেশ্বরী মন্দির হয়ে শহীদ মিনারে জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, চ্যানেল আই ও পরে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়া হয়। সুবীর নন্দীর শেষকৃত্য হয় রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালী মন্দির শ্মশানে।