জন্মদিনে সাজেদা চৌধুরীকে শুভেচ্ছা জানালেন স্পিকার

399

ঢাকা, ৮ মে, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে তাঁর বাসভবনে ৮৪তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম সাজেদা চৌধুরীকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াও জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় স্পিকার বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে যিনি সারা জীবন জনগণের কল্যাণে কাজ করেছেন।
স্পিকার বলেন, ‘আমাদের মাঝে তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ছড়িয়ে দিচ্ছেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা অনুকরণীয়।’ এসময় স্পিকার সংসদ উপনেতার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।
সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র শাহদাব আকবার চৌধুরী ও পুত্রবধু সাহনাজ খান এসময় উপস্থিত ছিলেন।