নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন

710

নড়াইল, ১৪ মার্চ ২০১৮ (বাসস) : ‘পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সৃদ্ধির বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আই ই এম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে মেলার উদ্বোধন করেন নড়াইল-২ সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান।
জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে¡ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ আসাদ-উজ জামান মুন্সি, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুল আলম, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাবেয়া ইউসুফ প্রমুখ।
মেলার দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কুইজ, রচনা বিতর্ক প্রতিযোগিতা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
এ মেলায় পরিবার পরিকল্পনা বিভাগসহ পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বিভাগের মোট ২০টি ষ্টল খোলা হয়েছে।
এসময় সরকারি কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।