বাসস দেশ-৩৫ : এবিএম তালেব আলীর মৃত্যুতে স্পিকারের শোক

139

বাসস দেশ-৩৫
স্পিকার- শোক
এবিএম তালেব আলীর মৃত্যুতে স্পিকারের শোক
ঢাকা, ৭ মে, ২০১৯ (বাসস) : সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী’র মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় স্পিকার বলেন, এবিএম তালেব আলী ছিলেন একজন প্রবীন পার্লামেন্টেরিয়ান এবং বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হল।
ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি (১৯৭০, ১৯৭৩ ও ১৯৭৯), ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক এবিএম তালেব আলী আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ফেনীতে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
স্পিকার এবিএম তালেব আলীর রুহের মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও এবিএম তালেব আলীর মৃত্যুতে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বাসস/সবি/এমআর/১৮২৫/কেজিএ