বাসস দেশ-৩৩ : ইউজিসিতে হিট প্রকল্পের সভা অনুষ্ঠিত

178

বাসস দেশ-৩৩
ইউজিসি-মিটিং
ইউজিসিতে হিট প্রকল্পের সভা অনুষ্ঠিত
ঢাকা, ৭ মে, ২০১৯ (বাসস): প্রস্তাবিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প নিয়ে একটি টেকনিক্যাল সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ইউজিসিতে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পের কাঠামো, প্রস্তুতি, অগ্রগতি, অর্থায়ন, বাস্তবায়ন ও সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন; ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন্স অফিসার ড. মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দক্ষ ¯œাতক তৈরি, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন এবং একটি আঞ্চলিক নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও নারী শিক্ষার উৎকর্ষে এ প্রকল্প কার্যকরী ভূমিকা পালন করবে।
বাসস/সবি/এসএস/১৮২০/জেহক