বাসস দেশ-২৩ : সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবন বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট

156

বাসস দেশ-২৩
হাইকোর্ট-আদেশ
সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবন বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট
ঢাকা, ৭ মে, ২০১৯ (বাসস) : সারাদেশে কতগুলো সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা ভবন ঝুঁকিপূর্ণ তা জানতে চেয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও প্রধান প্রকৌশলীকে আগামী তিন মাসের মধ্যে জরিপ চালিয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের পর তা সংস্কার করে নিরাপদ ও শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব করার জন্যও বলেছে আদালত।
আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সংশ্লিষ্ট রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব। তিনি মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের রিটটি দায়ের করেন।
বাসস/এএসজি/ডিএ/১৭৩৫/কেএমকে