বাসস ক্রীড়া-১০ : সানচেজের সাথে চুক্তি বৃদ্ধি করলো কাতার

187

বাসস ক্রীড়া-১০
ফুটবল-কাতার
সানচেজের সাথে চুক্তি বৃদ্ধি করলো কাতার
দোহা, ৭ মে, ২০১৯ (বাসস) : জাতীয় দলের কোচ ফেলিক্স সানচেজের সাথে চুক্তি বৃদ্ধি করেছে কাতার ফুটবল এসোসিয়েশন (কিউএফএফ)। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত স্বাগতিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সানচেজ।
এক বিবৃতিতে এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে এএফসি এশিয়ান কাপের শিরোপা জয়ের পর জাতীয় দলের কৌশলগত স্থায়ীত্ব ধরে রাখার প্রয়াসে সানচেজের সাথে চুক্তি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
জাপানকে এশিয়ান কাপের ফাইনালে ৩-১ গোলে পরাজিত করে স্প্যানিয়ার্ড সানচেজের অধীনে কাতার তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত কোন কন্টিনেন্টাল শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। বার্সেলোনা যুব দলের সাবেক কোচ সানচেজ ২০০৬ সালে কাতারের ন্যাশনাল একাডেমীতে যোগ দিয়েছিলেন। তখন থেকেই তিনি কাতারের ফুটবলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার আগামী জুনে ব্রাজিলে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আর্জেন্টিনা, কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে লড়বে। এশিয়ান কাপ ফাইনালে খেলার সুবাদে কাতার ও জাপান এবার প্রথমবারের মত কোপা আমেরিকায় খেলার সুযোগ পেয়েছে।
বাসস/নীহা/১৭০৫/মোজা/স্বব