বাসস দেশ-১৩ : সুবীর নন্দীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

182

বাসস দেশ-১৩
সুবীর-উপাচার্য-শোক
সুবীর নন্দীর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাকা, ৭ মে, ২০১৯ (বাসস) : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের আধুনিক বাংলা গানের জগতে একজন জনপ্রিয় ও খ্যাতিমান সংগীতশিল্পী ছিলেন সুবীর নন্দী। তিনি বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে গেয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য দেশবাসীর কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য প্রয়ানের আত্মার মুক্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুবীর নন্দী আজ ৭ মে ২০১৯ মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বাসস/সবি/এমএসএইচ/১৫১০/-এমএবি