শহীদ মিনারে কাল সকালে সুবীর নন্দীকে শ্রদ্ধা জানানো হবে

266

ঢাকা, ৭ মে, ২০১৯ (বাসস) : প্রয়াত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ আগামীকাল সকালে ঢাকায় এসে পৌছবে। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধ জানানোর জন্য সকাল ১১টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
আজ দুপুরে সস্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বাসসকে এই তথ্য জানান। তিনি জানান, আগামীকাল বুধবার সকাল সোয়া ৬টায় শিল্পী সুবীর নন্দীর মরদেহ সিংগাপুর থেকে ঢাকায় এসে পৌঁছবে। শাহজালাল বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ২৫সি গ্রীন রোডে শিল্পীর বাসায়। বাসা থেকে শিল্পীকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ১১টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত সর্বস্তরের মানুষ শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকার রামকৃষœ মিশনে। পরে সবুজবাগের বরদেশ্বরী কালিমন্দির ও শ্বশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
খ্যাতিমান সংগীত শিল্পী সুবীর নন্দী সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে চারটায় মারা যান।
শিল্পীর মেয়ে ফাল্গুনী নন্দী তার পিতার মৃত্যুর বিষয়টি সিঙ্গাপুর থেকে ফোনে বাসসকে নিশ্চিত করেন। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার বাবা ভোর সাড়ে চারটায় মারা যান।
মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান। শিল্পী সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন।
দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীনকালে সুবীর নন্দীর অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিল্পীকে সিংগাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির পর দুইদিনের মাথায় তার অবস্থার কিছুটা উন্নতি হয়। পরে সিঙ্গাপুর হাসপাতালে পর পর তিনবার শিল্পী হৃদরোগে আক্রান্ত হন। দেশের হাসপাতালে ভর্তি অবস্থায়ও একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন শিল্পী। সিঙ্গাপুর হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন শিল্পী।
গত ৩০ এপ্রিল শিল্পীকে সিংগাপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে ঢাকায় সিএমএইচ’এ ১৮টি দিন চিকিৎসাধীন ছিলেন। ১২ এপ্রিল সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। ট্রেন থেকে নামিয়ে তাকে দ্রুত ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনিত হলে শিল্পীকে আইসিইউতে রাখা হয়। সেখানে তিনি লাইফসাাপোর্টে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।
শিল্পী সুবীর নন্দী আধুৃনিক গানসহ বিভিন্নঘরানার আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার, টিভি, চলচ্চিত্রে অসংখ্য গানে কন্ঠ দিয়েছেন। ১৯৮১ সালে তার প্রথম একক এ্যালবাম ‘ সুবীর নন্দীর গান ’ প্রকাশ পায়। চলচ্চিত্রে তিনি প্রথম গান করেন আবদুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’ ছবিতে। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।