বাসস দেশ-৫ : সুবীর নন্দীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক

154

বাসস দেশ-৫
সুবীর-সাজেদা-শোক
সুবীর নন্দীর মৃত্যুতে সংসদ উপনেতার শোক
ঢাকা, ৭ মে, ২০১৯ (বাসস) : বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সুবীর নন্দী ছিলেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু বাংলাদেশের সংগীত জগতের জন্য অপূরণীয় ক্ষতি।
সংসদ উপনেতা সুবীর নন্দীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সুবীর নন্দী বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ সংগীত জীবনে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন চারবার। সংগীতে বিশেষ অবদানের জন্য এ বছর তিনি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান।
বাসস/সবি/এমএসএইচ/১২৫৮/-শআ